পঞ্চগড়ে রাস্তায় হাঁটার সময় পিছন দিক থেকে মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার একদিন পর হাসপাতালে মারা গেলেন কালু মিয়া নামের আশি ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় তার নিজ বাড়ির সামনে বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিঞা একই ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, কালু মিয়া বুধবার সন্ধ্যায় জগদল বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুরে মেডিকেলে স্থানান্তর করা হয় তাকে। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিকেলের চিকিৎসক ফেরত পাঠান। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি রাখেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালু মিঞা।
তবে এ ঘটনার পর দায়ী মোটরসাইকেলটি পালিয়ে যায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এসকে দোয়েল/এমএইচএস