Logo
Logo

সারাদেশ

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে খুন

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে খুন

চট্টগ্রামের পটিয়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এক যুবকের ছুরিকাঘাতে শিউলী বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত শিউলী বেগম জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী।

গৃহবধূকে ছুরিকাঘাতকারী যুবক আলফাজুর রহমান ইয়াছিন ওরফে আলভী (১৮)। তিনি প্রতিবেশী বাচা মিয়ার ছেলে। এই ঘটনার পর থেকে আলভী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলি বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। ছেলে শামীমের (১২) সঙ্গে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে আলভীর ছোট ভাই তাহসিনের (১৪) ঝগড়া হয়। এর একপর্যায়ে তাহসিন পাথর ছুড়ে শামীমের মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জঙ্গলখাইনে দুই পরিবারের মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে গৃহবধূ মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আলভী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এম হেলাল উদ্দিন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর