কুমিল্লা-সুবর্ণচর হাইওয়ে বাস্তবায়নে সুবিধা পাবে লাখো মানুষ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
কুমিল্লা (লালমাই) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৯
![কুমিল্লা-সুবর্ণচর হাইওয়ে বাস্তবায়নে সুবিধা পাবে লাখো মানুষ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2024/12/15/Comilla-Subarnachar-Highway-675ee7c936259.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে কুমিল্লা রাজগঞ্জ থেকে সুবর্ণচর নৌ-বন্দর পর্যন্ত একটি হাইওয়ে সড়ক বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে রাস্তা পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এলাইনমেন্ট তৈরির কাজ চলছে। রাস্তাটি পিপুলিয়া, হাজতখোলা, ভুশ্চি, ও যুক্তিখোলা বাজার হয়ে সেনবাগ হয়ে সুবর্ণচর পর্যন্ত বিস্তৃত হবে।
পরিদর্শনের অংশ হিসেবে হাজতখোলা বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমনের নেতৃত্বে তাঁকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু ও বিএনপি নেতা ফরহাদ হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, বহু বছর ধরে অবহেলিত এ অঞ্চলের মানুষের জন্য এই সড়ক প্রকল্প আশার আলো। রাস্তা বাস্তবায়িত হলে সরাসরি কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। পাশাপাশি দু’পাশে নতুন মিল-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যা এলাকার কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নত করবে।
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ‘এই সড়কটি বাস্তবায়িত হলে আমরা অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাব।’
মাসুদ রানা/এআরএস