নলছিটিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯
ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে নলছিটি ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মামুন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডা. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাওলানা মো. আব্দুল কুদ্দুস মল্লিক, মাওলানা মো. শাহজালাল হোসাইন জেহাদী।
সমাবেশে বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের সকল ষড়যন্ত্র, দুর্নীতি, চাদাবাজি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়তে হবে। এছাড়া ভোটাধিকার রক্ষার লক্ষ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা।
সমাবেশ থেকে ৯ দফা দাবির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় নেতাকর্মীরা। এসব দাবির মধ্যে রয়েছে, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, দেশি ও বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকা এবং জাতির স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এমবি