Logo
Logo

সারাদেশ

‘আ.লীগ লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে’

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২০:২৮

‘আ.লীগ লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। ছবি : বাংলাদেশের খবর

আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, ‘বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিল।  এই সরকারকে ফেলে দেয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে।  এই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে।  বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ ও তাদের দোসরেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে।  কখনো আনসারলীগ, রিকশাচালক লীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইস্কনলীগ সেঁজে মাঠে নামছে তারা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে ফ্রি-ফেয়ার অংশগ্রহণমুলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন।  যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন।  এই নির্বাচনের আয়োজন করতে পারবেন নির্বাচন কমিশন। ’

সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারী ওয়াস কুরুনী জামিল ।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর