ফ্যাসিবাদমুক্ত দেশে বড়দিন আনন্দময় হবে : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২১:০০
ফ্যাসিবাদমুক্ত দেশে বড়দিন আনন্দময় হবে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী কোনো শকুনকে নামতে দেওয়া হবে না। ভীতি বা শঙ্কার কিছু নেই। এবারের বড়দিন নিরাপদ হবে।’
রোববার (২২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি, শৃঙ্খলা বিনষ্টের জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হালুয়াঘাটে হিন্দুদের কীর্তন উপলক্ষে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে ।’
তিনি আরও বলেন, ‘বড়দিনে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন, ফাদার কল্যাণ রেংচেং, সুব্রত রেমা, জেমস জর্নেস চিরান, সুপারসং ঘাগড়া, ভদ্র ম্রং, রানু স্নাল পাস্টার পূর্ণ রাংসা, প্রশান্ত নাসাক, ফ্রান্সিস পাথাং, লিও চিরান, দুলেদ্র সাংমা, এজেন্দ্র সাংমা, জগদীস সাংমা, সুব্রত রেমা আশীষ আজিম প্রমুখ।
এমজে