Logo
Logo

সারাদেশ

জমি নিয়ে বিরোধে কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০

জমি নিয়ে বিরোধে কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম আহমেদ শরীফ (৪৫)। তিনি রামদিয়া গ্রামের বাসিন্দা। আর আহতরা হলেন, একই গ্রামের পল্টু আহমেদ (৫০), ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও তার ছেলে সোয়েব (৩৩)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দার পক্ষের লোকজনের সঙ্গে আহমেদ শরীফ এবং তার পক্ষের পল্টু-হালিম গ্রুপের বিরোধ চলছিল। পল্টু-হালিম গ্রুপের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা হামলা, পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের পাশপাশি দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আহমেদ শরীফ ওরফে ছোটো বুড়োর মৃত্যু হয়।

এ সময় পল্টু-হালিম গ্রুপের আরও চারজন আহত হন। এছাড়া আনসার আলী এবং ফরিদ জোয়ার্দ্দার পক্ষেরও বেশ কয়েকজন আঘাত পেয়েছেন। তবে ঘটনার পর তারা সেখান থেকে পালিয়ে যান।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর