Logo
Logo

সারাদেশ

সরকারি খামারে মিলল বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪

সরকারি খামারে মিলল বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। খামারে নৈশ্যপ্রহরীর কক্ষ থেকে দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক কেনা-বেচা চলছিল।

সোমবার (২৩ ডিসেম্বর) মধ্য রাতে নগরীর মাসকান্দা এলাকায় ওই খামারে অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

ওসি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানটিতে অস্ত্র ও মাদক কারবারি চলছিল- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নৈশপ্রহরী হৃদয় মিয়ার ঘর থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর