Logo
Logo

সারাদেশ

বান্দরবানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬

বান্দরবানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের সুয়ালক ইউনিয়নে এলজিইডি'র বাস্তবায়নাধীন সরকারি প্রকল্প, রামদা খাল পুনঃখনন, অফিস ঘর নির্মাণ কাজে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের চাঁদা দাবি ও কাজে বাঁধা দানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কাইচতলী বাজারে এই মানববন্ধন করেছেন সর্বস্তরের জনসাধারণ। 

রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কাইচতলী ও তুলাতলী এলাকার কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও কাউন্সিলর মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মাসুদ, মহিলা সদস্য জুলেখা বেগমসহ এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা।

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর