Logo
Logo

সারাদেশ

মেঘনায় জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭

মেঘনায় জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা পণ্যবাহী একটি জাহাজ থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ এবং তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর পর দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। তবে নিহত সাতজনের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জাহাজে মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, সোমবার দুপুরে চাঁদপুরে মেঘনা নদীতে `এমভি আল-বাখেরা' নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে। এরপর আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুইজন মারা যান। 

তিনি আরও বলেন, জাহাজটি নোঙর করা ছিল। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জের পথে যাচ্ছিল। নিহতদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে।

 নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুপুরে পণ্যবাহী নৌযানটির পাঁচ কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। জাহাজের সার খোয়া যায়নি। সেকারণে ধারণা করা হচ্ছে ঘটনাটি ডাকাতি নয়। শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর