Logo
Logo

সারাদেশ

জামালপুরে বিএনপি কার্যালয়ে হামলা, যুবদলনেতাসহ গ্রেপ্তার ৫

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩

জামালপুরে বিএনপি কার্যালয়ে হামলা, যুবদলনেতাসহ গ্রেপ্তার ৫

ছবি : প্রতিনিধি

জামালপুরে একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদলনেতা এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। সকলে জামালপুর শহরের বাসিন্দা।

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,  ‘গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সেই সময় ঘটনাটি শহরের ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, ‘গেল রাতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। বেসরকারি হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর হাসপাতালটির পরিচালক ও একজন কর্মচারী পৃথক দুটি মামলা করেন।’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর