Logo

সারাদেশ

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দ্বিতীয় তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দ্বিতীয় তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

সিরাজগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচিতে জেলার মধ্যে দ্বিতীয়স্থান অর্জন করেছে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

সোমবার (২৩ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে সম্মাননা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ।

জানা গেছে, সম্প্রতি সরকার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছে। ওই কর্মসূচিতে টিকাদান অর্জন, অনলাইন রেজিস্ট্রেশন ও ভ্যাকসিন অপচয় রোধে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিরাজগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয়স্থান অর্জন করেছে। স্বীকৃতিস্বরূপ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্মাননা প্রদান করা হয়।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আবুল কালাম আজাদ জানান, আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে এইচপিভি টিকার অনলাইনে রেজিস্ট্রেশন করেছি। এটির শতভাগ বাস্তবায়ন ও ভ্যাকসিন অপচয়রোধে কাজ করেছি, তাই এই স্বীকৃতি পেয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ বলেন, এই টিকাদান কর্মসূচির সাথে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রচেষ্ঠায় এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে। এইচপিভি টিকাদান কর্মসূচির সফলতা আমাদের কাজের আগ্রহকে বাড়িয়ে দিয়েছে। সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রচেষ্ঠায় আমরা সামনের দিনগুলোর কর্মসূচিতেও সফল হবো। এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো বলে আশা রাখি।

মনিরুল ইসলাম/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর