Logo
Logo

সারাদেশ

কালিয়াকৈরে নিট এশিয়া গার্মেন্টসে অগ্নিকাণ্ড

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

কালিয়াকৈরে নিট এশিয়া গার্মেন্টসে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সফিপুর কাঠালতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার শ্রমিক ও স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি করছে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, আগুন নেভানোর জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দেলোয়ার হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর