Logo
Logo

সারাদেশ

কলাপাড়ায় কারিতাসের পরিচিতি সভা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

কলাপাড়ায় কারিতাসের পরিচিতি সভা

পটুয়াখালীর কলাপাড়ায় `ব্রিজ: বিল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুশন ইন ডিজাস্টার গভর্নেন্স অ্যান্ড ইমার্জেন্সি-বাংলাদেশ' প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা ইউএসএআইডিএর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ-এর কারিতাস বরিশাল অঞ্চলের দুটি জেলার চারটি উপজেলায় এই প্রকল্প কাজ শুরু করছে। 

এতে সভাপতিত্ব করেন সম্রাট সেরাও প্রজেক্ট কোঅর্ডিনেটর ব্রিজ প্রকল্প। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ অফিসার বন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সিপিপি সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্যরা। 

এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিজ প্রকল্প কলাপাড়া উপজেলা কোঅর্ডিনেটর জেমস রাজীব বিশ্বাস। 

সভায় ব্রিজ প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্পের মিল অফিসার শাহরিয়ার হাসান।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর