Logo
Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে দুই অনুপ্রবেশকারী আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪

সুনামগঞ্জ সীমান্তে দুই অনুপ্রবেশকারী আটক

ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের আটক করে।

আটকরা হলেন- বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের মৃত শুক্কুর শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও যশোর জেলার বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মফিজুর রহমান (২৮)।

বিজিবি জানায়, ১ বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে কাজের উদ্দেশ্যে এ দুজন ভারত গিয়েছিলেন। ভারত থেকে একই রকম অবৈধভাবে ছাতকের বনগাঁও  সীমান্ত দিয়ে সোমবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের লবিয়া বিওপির জোয়ানরা রফিকুল ও মফিজুরকে আটক করে। পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

মো. রেজাউল হক ডালিম/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর