Logo
Logo

সারাদেশ

মানিকগঞ্জে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২১

মানিকগঞ্জে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জে তাহফিজুল কুরআনিল কারিম মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯ টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গণে কেরাত সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানােয়ার হােসেন মোল্লা।

আন্তর্জাতিক এই কেরাত সম্মেলনে অংশগ্রহণ করছেন বাংলাদেশসহ বিশ্বের  ৪ টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, মিশর, তানজানিয়া ও পাকিস্তান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানােয়ার হােসেন মােল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক, বিশিষ্ট লেখক, গবেষক আল্লামা উবায়দুর রহমান খান নদভী (দা.বা.)।বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,জাগ্রত কবি মুহিব খান ও শায়েখ ক্বারী ফারদান আদম।

সরকারি দেবেন্দ্র কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল আওয়ালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তাহফিজুল কুরআনুল কারিম মাদ্রাসার উপদেষ্টা হাফেজ আব্দুর রব।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তাহফিজুল কুরআনিল কারিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা-পরিচালক লেখক, গবেষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী মাওলানা মুহাম্মাদ মুরাদ হােসাইন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর