Logo
Logo

সারাদেশ

গণহত্যায় জড়িতদের বিএনপিতে ঠাঁই নাই : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩

গণহত্যায় জড়িতদের বিএনপিতে ঠাঁই নাই : মির্জা ফখরুল

ছবি : প্রতিনিধি

সন্ত্রাসী ও গণহত্যায় জড়িতদের বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন- এমন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ- যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সাথে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। ’

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আবু সালেহ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর