স্ত্রীর স্মরণে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, বিনামূল্যে সেবা পাচ্ছেন স্থানীয়রা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২১
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল চরবেউথা। সেখানে নদী ভাঙ্গনে স্থানীয়দের অস্থায়ী বসবাস। বসতির সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ ব্যবস্থা বড় নাজুক। গ্রামের সড়কগুলোরও বেহাল অবস্থা।
এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুচিকিৎসার জন্য নদীর কোল ঘেঁষে ২০২৩ সালে প্রতিষ্ঠিত করা হয় নাইদ খালেক স্বাস্থ্যসেবা কেন্দ্র। যার প্রতিষ্ঠাতা আব্দুল খালেক তার স্ত্রীর স্মরণে এটি প্রতিষ্ঠিত করেন। গত এক বছর ধরে নিজ এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন।
প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শহর থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে এলাকার মানুষের চিকিৎসা করেন কৃষিবিদ আব্দুল খালেক। তার এই মহতী কাজে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেক তরুণরা এগিয়ে এসেছেন।
ভবিষ্যতে চিকিৎসা সেবাকে ২৪ ঘণ্টা এবং সপ্তাহের সাত দিন চালু রাখার পরিকল্পনা রয়েছে আব্দুল খালেকের।
স্থানীয় লোকজন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, ‘এই স্বাস্থ্য কেন্দ্রের কারণে খুব সহজে আমরা চিকিৎসা সেবা পাচ্ছি। ছোটখাটো সমস্যার জন্য শহরে যেতে হয় না। আমরা অনেক উপকৃত হয়েছি।’
নাইদ খালেক স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কৃষিবিদ আব্দুল খালেক বলেন, ‘আমি দীর্ঘদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করেছি, এখন অবসরে। আমার অবসরের সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য এবং একটি মহতী কাজ বিবেচনা করে এই স্বাস্থ্য কেন্দ্রটি করেছি। এখানে নদী ভাঙনে ঘরবাড়ি হারানো লোকজন বসবাস করে। এই কাজে আমার অনুপ্রেরণার উৎস আমার স্ত্রী, এখন সে পরপারে। স্ত্রীর স্মরণে এবং সে জীবিত থাকলে আমরা একসাথে এই সেবায় নিয়োজিত থাকতাম।’
এনকেবি/এমআই