Logo
Logo

সারাদেশ

জামালপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ২

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩

জামালপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ২

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দামেশ্বর ঘুণ্টি এলাকায় দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মোট ২০ লাখ ৪৫ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় মামলার পর জামালপুর সদর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দামেশ্বর ঘুণ্টি এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম এবং একই এলাকার মো. মেহেরের ছেলে জহুরুল ইসলাম। প্রথম গ্রেপ্তার আসামি শফিকুল ইসলামের তিনদিনের রিমান্ডে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ২৩ ডিসেম্বর সন্ধ্যায় জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় ভুক্তভোগী গৃহিণী রুকু বেগম অভিযোগ করেছেন যে, তার স্বামী মো. শাহজাহান আলী এবং তার ছোট জা সাথী আক্তারের স্বামী মো. রসুল মাহমুদ সিঙ্গাপুর প্রবাসী। গত ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ভুলবশত ঘরের দরজা খোলা রেখেই রুকু বেগমসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান যে, ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের দুটি কক্ষ থেকে নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পর রুকু বেগম গত ১৩ ডিসেম্বর জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং তদন্তে নামেন পুলিশ। পরে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে তাকে তিনদিনের রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরির্দশক (এসআই) মো. খাইরুজ্জামান। রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় মো. জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

জামালপুর সদর থানার উপপরির্দশক (এসআই) মো. খাইরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম ও জহুরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।  চুরি ঘটনায় জড়িত অন্যান্য দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, এই চুরির ঘটনার তদন্ত চলছে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ আরও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

মেহেদী হাসান/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর