Logo
Logo

সারাদেশ

বকেয়া বেতনের দাবি

গাজীপুরে ২য় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮

গাজীপুরে ২য় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা কে এফ এল গ্রুপের খানটেক্স ফ্যাশন কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক শ্রমিক। 

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, শুক্রবারের ডিউটির টাকা, অর্জিত ছুটির টাকা, প্রোডাকশন বোনাস বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, এই কারখানায় প্রায় ১৬শ শ্রমিক কাজ করেন। কয়েক মাস আগে তাদের ৫০% বেতন কর্তৃপক্ষ পরিশোধ করেছে, বাকি ৫০% শ্রমিকের বেতন পরিশোধ না করায় তারা এই কর্মবিরতি পালন করছেন। 

কারখানার শ্রমিক আলমগীর হোসেন জানান, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। তাদের দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, শুক্রবারের ডিউটির টাকা, অর্জিত ছুটির টাকা, প্রোডাকশন বোনাস বকেয়া রয়েছে। 

দক্ষিণ বারতোপা এলাকার স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, বকেয়া বেতনের দাবিতে সকালে কাজ বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন।শ্রমিকদের বেতন পরিশোধ করতে না পারায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করেন। 

শ্রমিকরা আরও জানান, মালিকপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ ডিসেম্বর শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। 

কারখানায় কর্মরত একাধিক শ্রমিক জানান, আমরা অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি। 

জানা যায়, গত ৬ মাস যাবত অনিয়মিতভাবে বেতন পরিশোধ এবং ম্যানেজমেন্ট স্টাফদের ৩ মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা এ আন্দোলন করছে। 

শ্রীপুর শিল্প পুলিশের এসআই রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিকদের অর্ধেক বেতন পূর্বে পরিশোধ করা হয়েছে। বাকি ৫০% বেতন পরিশোধের দাবিতে তারা কাজ বন্ধ করে গেটের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষের কোনো আশ্বাস না পেয়ে কর্মস্থল ত্যাগ করে বাড়ি চলে যায়। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ( শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান জানান, শ্রমিকরা  বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কাজ বন্ধ করে  কারখানার সামনে বসে আছেন। শ্রমিকরা বলেছেন, বেতন না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাবেন না। তিনি বলেন, শ্রমিকরা আমাদের জানিয়েছেন, কারখানার কর্তৃপক্ষ সঠিক সময়ে বেতন পরিশোধ করছেন না। 

কারখানার এ জি এম (মানব সম্পদ ও প্রশাসন) হুমায়ুন কবির বলেন, এর আগে বেতন পরিশোধ করে দিতে পেরেছি। বর্তমানে ব্যাংক এলসি দিচ্ছেন না। এতে গত দুই মাস ধরে বেতন পরিশোধ করা সমস্যা হয়ে যাচ্ছে। দুই মাস ধরে এ সমস্যা চলমান রয়েছে। তবে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। চলতি  মাসের ৩০ তারিখের মধ্যে আমরা বেতন পরিশোধ করে দিব। তবে, বেশিরভাগ শ্রমিক আমাদের সিদ্ধান্ত মানলেও কিছু শ্রমিক মানছেন না। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন,দ্রুত কারখানার কর্মরত শ্রমিকদের যাবতীয় বকেয়া পরিশোধের দাবি জানাচ্ছি।

আতাউর রহমান সোহেল/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর