সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক আমতলীর রিপন মুন্সি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯
আমতলী উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নিবার্চিত হয়েছেন মো. রিপন মুন্সি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রিপন মুন্সির হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিপিপির চেয়ারম্যান হাসানুল হক।
রিপন মুন্সি আমতলী সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক। তিনি বলেন, দুর্যোগে ভালো ভূমিকা রাখার জন্য আমাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। আমি গর্বিত যে আমার কাজে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।
এ বিষয়ে আমতলী উপজেলা সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, রিপন মুন্সি দুর্যোগকালীন সময়ে জীবন বাজি রেখে কাজ করেছেন। তার এই সাহসী ভূমিকার জন্য তাকে সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, টিম লিডার রিপন মুন্সিকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কাওসার মাদবর/এমবি