দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, সমন্বয়ক’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০১
বগুড়ার দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, সমন্বয়ক’ লেখা থাকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থী ও সমন্বয়করা আতঙ্কে রয়েছেন। মেরে ফেলার এমন হুমকিতে তারা অনিরাপদ বোধ করছেন। এ ছাড়া বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এসব করছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন সবাই। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহিনও ওই বাক্য সংবলিত একটি দেয়াল লিখনের ছবি পোস্ট করেন। তিনি বলেন, ‘এটি বগুড়ার একটি দেয়ালে রাতের আঁধারে করা গ্রাফিতি। এখানে গণঅভ্যুত্থানের সময় যারা জীবনের ঝুঁকি নিয়ে সমন্বয় করেছেন তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আসলে এভাবেই চলছে। পুলিশ প্রশাসন এখনও সক্রিয় হয়নি, হয়তো গণঅভ্যুত্থানের বিপক্ষে তাদের বড় অংশের অবস্থান ছিলো বলে সেরকম হচ্ছে। তবে তথ্য দেওয়ার পরও তাদের একশনে না যাওয়াটা সেই সন্দেহকে জোরালো করে।’
স্বাভাবিক মৃত্যুর অধিকার চেয়ে তিনি বলেন, ‘সব হুমকিই যে স্বৈরাচারের দোসররা দেবে তেমনটা ভাবা মুশকিল। অনেক জায়গায় ক্ষমতার সুবাস পেতে থাকা রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণদেরকে হুমকি হিসেবে মানছেন। যে বা যারা-ই এসব করছেন তারা সাবধান হোন। জাস্টিস না থাকলে মব জাস্টিসই জাস্টিস হিসেবে বিবেচিত হয়। স্বাভাবিক মৃত্যুর অধিকার আমরা চাই। এটাকে আমি মৌলিক মানবাধিকার হিসেবেই মনে করি।’
এদিকে, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটিকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী।
বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকার ওই সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি প্রস্তুত হওয়ার জন্য লিখে গেছে কে বা কারা। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। তবে তারা বিষয়টি পুলিশকে জানাতে রাজি নন।
ডিআর/এমজে