ফেনীতে র্যাবের অভিযানে বিদেশি মদ-গাঁজাসহ আটক ৩
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪
ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, ১১৪ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় ফেনী জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (১৯), মো. সায়েদের ছেলে শরিফ উদ্দিন সোহেল (৩০) ও মো. মোস্তফার ছেলে মো. রাজু (১৮)।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টায় ফেনী জেনারেল হাসপাতাল সংলগ্ন পুলিশ বক্সের সামনে একটি চেকপোস্ট বসায় র্যাবের একটি দল। তল্লাশি কালে র্যাবের উপস্থিত টের পেয়ে চট্টগ্রাম মুখী একটি পিকআপ দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে ওই পিকআপ ও গাড়িতে থাকা তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো স্থানে গাড়ি থেকে ১১৪ বোতল বিদেশি মদ ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন র্যাব সদস্যরা। এই ঘটনা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করেন।
এমরান পাটোয়ারী/এমবি