বান্দরবানের দুর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদ্যাপন উপলক্ষ্যে শীতবস্ত্র ও উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া কোমলমতি শিশুদের মধ্যে খেলনা বিতরণ করেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোনের (৩৮ ই বেংগল) তত্ত্বাবধানে মানবিক এই কার্যক্রম পরিচালনা করা হয়।
রুমা সেনা জোনের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্যাপলংপাড়া এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় গির্জা সমূহে বাইবেল বিতরণ করেন।
সেনা সদস্যরা শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এ সময় মেজর সাজ্জাদ হোসেন বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। আমি আশাবাদী, এই অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে।
এছাড়া পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এবং পাহাড়ি জনগণের জীবনযাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারাটি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সোহেল কান্তি নাথ/এমবি