ভাঙ্গা জংশনে জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু
স্থানীয়দের স্বপ্নপূরণ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১
খুলনা-ভাঙ্গা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু হলো, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ। খুলনা থেকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে এটি প্রথমবারের মতো রওনা হয়েছে, যা ভাঙ্গাবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খুলনা থেকে ছেড়ে এসে প্রথমবারের মতো সকাল ৮:৫৫ মিনিটে ভাঙ্গা রেলওয়ে জংশনে থামে ট্রেনটি। সেখানে ৩ মিনিটের জন্য দাঁড়িয়ে, ৩৫-৪০ জন যাত্রী নিয়ে এটি পদ্মা সেতু পার করে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে। মাত্র ৪০ মিনিটের মধ্যে এই ট্রেনটি ঢাকা পৌঁছায়, যা আগে ছিল একটি দীর্ঘ যাত্রাপথ।
ঢাকা পৌঁছানোর পর জাহানাবাদ এক্সপ্রেস পুনরায় রূপসি বাংলা নামে ট্রেনের সঙ্গে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুপুর ১২:৩৩ মিনিটে এটি ভাঙ্গা জংশনে ফিরে আসে এবং ১২:৩৬ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা জংশন স্টেশনমাস্টার সাকিবুর রহমান আকন্দ।
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় ভাঙ্গাবাসীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ভাঙ্গার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘এখন থেকে আমাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে। জাহানাবাদ এক্সপ্রেসে মাত্র ৪০ মিনিটে ঢাকা পৌঁছানো যাবে, যা আমাদের জন্য অত্যন্ত সুখবর।’
জংশন এলাকার বামনকান্দা গ্রামের মেম্বার মোশারফ জানান, ‘এখন আমাদের অঞ্চলের সবজি চাষিরা আরও উপকৃত হবে। তারা সকালে বাজার করে দ্রুত ফিরতে পারবেন, যা তাদের জন্য অনেক সুবিধাজনক হবে।’
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এই ট্রেন চলাচল শুরু হওয়ায় ভাঙ্গার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং তারা দ্রুত ঢাকায় পৌঁছাতে পারবেন।’
এমএইচএস