ছাত্রদল নেতার দাবি
কোমরে পিস্তল, ছবিটি এআই দিয়ে তৈরি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু দেখানোর অভিযোগ উঠেছে। এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং 'দেশরত্ন শেখ হাসিনা' নামে একটি আইডি থেকে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ‘দেশরত্ন শেখ হাসিনা’ নামের দুটি আইডি থেকে আমার ছবি এডিট করে অপপ্রচার চালিয়ে আসছে। যেটিতে এআই টেকনোলজির মাধ্যমে আমার কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু দেখানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। আমরা থানায় জিডিসহ আইনীব্যবস্থা গ্রহণ করছি। তাছাড়া দলের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা ছত্রদলের দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহদপ্তর সম্পাদক আফজাল হোসেন মোল্লা, প্রত্যয় প্রধান, ছাত্রদল নেতা ইবনে আদেল শশি, সজিব পাল ঝুমনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুমন রায়/এমবি/এনজে