নিখোঁজ বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
সাভারের আশুলিয়ায় নিখোঁজের ছয়দিন পর একটি বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় আশুলিয়ার নিরিবিলির স্মরণিকা বহুমুখী প্রকল্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিক্রয় প্রতিনিধির নাম মো. শুভ (১৮)। তিনি যশোর জেলার কোতয়ালী থানার ভগমতিতলা গ্রামের এরশাদ আলীর ছেলে। ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় পরিবারের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। শুভ আশুলিয়ার নিরিবিলি এলাকার নিউ মিঠু বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করতেন।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর বিড়ি কোম্পানি থেকে সকাল ৯ টায় কাজের জন্য নিজের সাইকেল নিয়ে বেরিয়ে যান শুভ। পরে দুপুর ২ টার দিকে সর্বশেষ তার মায়ের সাথে কথা বলেন তিনি। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শুভকে না পেয়ে পরের দিন তার বাবাকে সাথে নিয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিড়ি কোম্পানির ব্যবস্থাপক।
পুলিশ জানায়, আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাঁকা মাঠের পাশে ঝোপের ভিতর একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। খরব পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেলেও সেখানে কোনো সাইকেল পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
হাসান ভুঁইয়া/এমবি