আগামীর বাংলাদেশে আর বৈষম্য থাকবে না : আসিফ মাহমুদ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬
আগামীর বাংলাদেশে এলাকাভিত্তিক আর বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক যে বৈষম্য করা হয়েছে এগুলা আর থাকবে না। বরং যে অঞ্চলে ইতিপূর্বে উন্নয়নমূলক কার্যক্রম কম হয়েছে, সেখানে এখন বৃদ্ধি করা হবে। বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি বরং উন্নয়ন কেবল কিছু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে হয়েছে। যে এলাকায় নেতা ছিল, সে এলাকায় উন্নয়ন হতো। আর যে এলাকায় নেতা নাই, সে এলাকায় উন্নয়ন হতো না। এই এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না।
উপদেষ্টা আরও বলেন, আমি নিশ্চিত করতে চাই, যেহেতু বেশিরভাগ স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে হয়ে থাকে, আমার মন্ত্রণালয় থেকে আমরা বিশেষভাবে উত্তরবঙ্গে উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব আরোপ করবো। এছাড়াও দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশ হিসেবে উত্তরবঙ্গে শিল্পকারখানা স্থাপন ও বিনিয়োগের জন্য সরকারের উচ্চপর্যায়ে কথা বলবো। কেননা কর্মসংস্থান ছাড়া একটি অঞ্চলের উন্নয়ন সম্ভব না।
এ সময় খানসামা উপজেলা পরিষদে লাইব্রেরি নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য এক কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জে আর জামান/এমবি