স্বর্গীয় শান্তির নববার্তায় বড়দিন পালিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫
ছবি : প্রতিনিধি
দেশ ও জাতির সুখ এবং সমৃদ্ধি কামনার মধ্যে দিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উদযাপিত হয়েছে বিভাগীয় শহর রাজশাহীতে। এদিন সকাল ৭ টায় ও ৯ টায় শীত মাঝে এলো বড় দিন, এলো বুঝি ঐ ফিরে গানের সুরে সুরে রাজশাহীর উত্তম মেষ পালক ক্যাথিড্রাল গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ খ্রিষ্টযোগ হয়।
খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বেথলেহেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেছেন প্রতীকী গোশালা।
গির্জার প্রবেশমুখ থেকে নানান রঙের আলপনা করা হয়েছে। সুসজ্জিত ক্রিসমাস ট্রিও আলোকসজ্জা করা হয়েছে। যিশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম গোশালায়।
আরেকজন খ্রিষ্টভক্ত প্রশান্ত মিনজ বলেন, ‘আমার কাছে বড়দিন মানে প্রেম, ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি। একই বাড়ে গেট টুগেদারের মত। কারণ সারা বছর নানা কাজে বাইরে থাকি। তবে বড়দিন আসলে আমরা নিজ বাসায় আসি ও এই সময় বন্ধ বান্ধবী, আত্মীয়স্বজন সকলে একজায়গায় পাই। সত্যি এটি আনন্দের একটি বিষয়।’
এবারের বড়দিনকে নিয়ে রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভার রোজারিও বলেন, ‘রাজশাহী বিভাগের আট জেলায় এবার ২৬টি এবং মহানগরীতে ৩টি চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এবারের দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়। রোগমুক্ত থেকে দেশের সকল মানুষ যেন ঐক্যবদ্ধভাবে দেশের উন্নতি করতে পারে ও মানুষের মঙ্গল করতে পারে এবং দেশের মধ্যে যেন পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পায় ও এক হয়ে রাষ্ট্র উন্নয়নে চলতে পারে। ’
এদিকে, রাজশাহীর গির্জায় বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজ-সজ্জায় সেজেছে। গোশালা স্থাপন, তারা, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘দিনটি উদযাপনে গির্জাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বেশকিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।’
এমআই