Logo
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৯

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মোমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মুজিবর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচারে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিরোধ করে বিজিবি। ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে জাকিরুল ইসলাম, রাজিবুল ইসলাম ও সোলায়মান হোসেন নামের তিন চোরাকারবারিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে লুকায়িত স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। 

বিজিবির নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে আটককৃত আসামিদের থানায় হস্তান্তর করেছেন। এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর