ময়মনসিংহে জামালপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সফিক উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ময়মনসিংহ শহরে বসবাসরত সমিতির আজীবন সদস্য ও সাধারণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
নতুন কমিটি গঠন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ড. হেফজুল বারী এবং সম্মেলন প্রস্তুতি সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক মাহবুবুল হক বাবুলসহ সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান। তিনি জামালপুর সমিতিকে তার দায়িত্বকালীন সময়ে আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. আশিকুজ্জামান/এমএইচএস