Logo
Logo

সারাদেশ

বিদ্যুতের তার চুরির দায়ে যুবককে হত্যার অভিযোগ

Icon

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩১

বিদ্যুতের তার চুরির দায়ে যুবককে হত্যার অভিযোগ

গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটিতে বিদ্যুতের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে শামীম আহমেদ নামের এক যুবককে (২৭) হত্যা অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে রংপুর হাসপাতালে তার মৃত্যু হয়। শামীম আহমেদ খোলাহাটি ইউনিয়নের শরিফুল আলম আন্জুর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গত ১৯ ডিসেম্বর রাত ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামে আফজাল হোসেন, তাহসিন, রিংকু ও জিমসহ কয়েকজনের সঙ্গে কথাকাটি ঘটে। এ সময় ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে শামীমের মাথায় আঘাত করে। পরে তাকে স্থানীরা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাতে শামীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, সদর উপজেলার খোলাহাটিতে শামীম নামের এক যুবককে হত্যা অভিযোগ পাওয়া গেছে। তবে এখন কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর