Logo
Logo

সারাদেশ

সিলেটে চোরাই পথে আসছে ‘রিপিটার-ডুপ্লেক্স’, নানা প্রশ্ন ও শঙ্কা

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮

সিলেটে চোরাই পথে আসছে ‘রিপিটার-ডুপ্লেক্স’, নানা প্রশ্ন ও শঙ্কা

সিলেট সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরেও চোরাই পথে মালামাল পাচারের ঘটনা থামছে না। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিদিনই অবৈধভাবে আসা পণ্য আটক করছে। তবে সম্প্রতি বিজিবি’র অভিযানে ধরা পড়েছে তিনটি অত্যাধুনিক প্রযুক্তি ডিভাইস—রিপিটার, ডুপ্লেক্স ও রেডিও সেট, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সোমবার রাত ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট সীমান্তের বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেন। এসব মালামালের মধ্যে ছিলো কাপড়, প্রসাধনী, গরু, মহিষ, চিনি, এবং অত্যাধুনিক ইন্টারনেট-প্রযুক্তি ডিভাইস। বিশেষজ্ঞরা জানান, এসব ডিভাইস ইন্টারনেট সংযোগ স্থাপন, উচ্চ গতির যোগাযোগব্যবস্থা স্থাপন, জ্যামার ব্যবহার এবং অবৈধ কল সেন্টার পরিচালনার কাজে ব্যবহৃত হতে পারে। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বাংলাদেশের খবরকে বলেন- ‘জব্দের পর আমরা জানতে পেরেছি- এসব ডিভাইস ইন্টারনেট-প্রযুক্তির নানা কাজে ব্যবহৃত হয়। ডিভাইসগুলো অত্যাধুনিক। আমরা পরবর্তীতে সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের খবরকে বলেন- ‘এসব ডিভাইস কারা নিয়ে আসছে, কী উদ্দেশ্যে আনছে- এসব বিষয় খতিয়ে দেখার দায়িত্ব মূলত অন্য বাহিনীর। আমরা ডিভাইসগুলো পরিত্যক্ত অবস্থায় পেয়েছি, সঙ্গে কাউকে আটক করতে পারিনি। পারলে জিজ্ঞাসাবাদ করে এসব বিষয় জানার সুযোগ ছিল। বিষয়টি নিয়ে অন্য বাহিনীর তদন্ত করার সুযোগ রয়েছে।’

তবে এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ‘ডিভাইসগুলো বিজিবি’র হাতে ধরা পড়েছে, তাই আশঙ্কার কিছু নেই। তবে, আমরা সতর্ক আছি।’ 

এদিকে, সচেতন মহলে প্রশ্ন উঠেছে—এসব ডিভাইস যদি সন্ত্রাসী বা অপরাধী গোষ্ঠীর হাতে পড়ে, তাহলে তার পরিণতি কী হবে? সিলেটকে কি কোনো বিশেষ লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা চলছে? এসব প্রশ্নের উত্তর মেলেনি। 

মো. রেজাউল হক ডালিম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর