Logo
Logo

সারাদেশ

১০ হাজার রোহিঙ্গার সমাবেশ

নিরাপদে নিজ দেশে ফিরতে চাই

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

নিরাপদে নিজ দেশে ফিরতে চাই

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ১০ হাজারেরও বেশি রোহিঙ্গার অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশ থেকে তারা আশ্রয়শিবিরে শান্তি বজায় রাখতে এবং দ্রুত মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে ফিরে যেতে আন্তর্জাতিক মহলের প্রতি আবেদন জানান।

সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ তার বক্তব্যে বলেন, ‘আমরা নিরাপদে আমাদের দেশে ফিরে যেতে চাই, তবে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জন্মভূমিতে ফিরে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে।’ 

সমাবেশে জানানো হয়, আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, খুনোখুনি এবং সহিংসতা এখনও চলছে, যা সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তাহীন করে তুলছে। তাই তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল থেকে প্রত্যাবাসন কার্যক্রম দ্রুত শুরু করার অনুরোধ জানান। 

রোহিঙ্গা ধর্মীয় নেতা, শিক্ষক এবং যুব সংগঠনের সদস্যরা আশ্রয়শিবিরে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের জন্মভূমিতে ফেরত পাঠানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। তারা জানান, মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য তারা প্রস্তুত। তবে শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে ফিরে যেতে চান।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর