Logo
Logo

সারাদেশ

‘হাসিনা রিকশা লীগ-আনসার লীগ হয়ে ফিরতে চেয়ে ব্যর্থ হয়েছে’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৬

‘হাসিনা রিকশা লীগ-আনসার লীগ হয়ে ফিরতে চেয়ে ব্যর্থ হয়েছে’

হাসিনা রিকশা লীগ-আনসার লীগ হয়ে ফিরতে চেয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। 

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আর‌এমহাট কে হাই স্কুল মাঠে ফেনীর সোনাগাজী উপজেলার মোতিগঞ্জ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রভুদের দেশে আশ্রয় নিয়ে শেখ হাসিনা এখন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনা রিকশা লীগ, আনসার লীগ সর্বশেষ ইসকন ইস্যুকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে যে অন্যায় করেছে, তার সরকারের পতনের পর এক মিনিট‌ও টিকে থাকার সৎসাহস দেখাতে পারেনি। লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে।’

ইউনিয়ন সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ.ন.ম আবদুর রহিম। 

বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মোস্তফা প্রমুখ।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর