বিএনপি ক্ষমতায় গেলে সব নৃগোষ্ঠীর জন্য আলাদা দপ্তর হবে : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে গারো, হাজংসহ সব নৃগোষ্ঠীর জন্য আলাদা অধিদপ্তর গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিভিন্ন গীর্জা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করলে গারো,হাজংসহ সব নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃষ্টি,কালচার, ইতিহাস, ভাষা তুলে ধরতে পৃথক জাদুঘর স্থাপন করা হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সবার আগে, সব কিছুর আগে দেশ। আমাদের মধ্যে ধর্মের কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশবিরোধী প্রপাগাণ্ডা ,ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের সব চক্রান্ত রুখে দিতে হবে।’
এ সময় গারো জনগোষ্ঠীর নেতা জর্নেস চিরান, আন্দ্রীয় দ্রং, প্রবীর সাংমা, অধীর রংমা ,মর্নিংটন রেমা, সতুয়েল রিছিল, সন্তোষ রেমা, ডা. লুচি দারেং, ডা. তাপস রেমা, নিবাস চাম্বুগং, প্রদীপ সাংমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক আকাশ/এমজে