Logo
Logo

সারাদেশ

সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান, বাগেরহাটে মানববন্ধন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩

সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান, বাগেরহাটে মানববন্ধন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষা ক্যাডারদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ইউনিটের ব্যানারে এই মানববন্ধনটি করেন। এতে অংশগ্রহণ করেন বাগেরহাটের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা।

এসময় বক্তব্য দেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান ফারুকী,  প্রমুখ।

বক্তারা বলেন, ২৬টি ক্যাডারের মধ্যে নির্দিষ্ট একটি ক্যাডার বিগত ফ্যাসিস্ট সরকারকে সাড়ে ১৬ বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এখন তারা অন্যান্য ক্যাডারগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের দাবি, প্রতিটি ক্যাডার তাদের নিজস্ব মন্ত্রণালয় পরিচালনা করবে। শিক্ষা ক্যাডার শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করবে। এতে মন্ত্রণালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হবে, কারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষা ক্ষেত্রে দক্ষ এবং স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা স্বাস্থ্য বিষয়ক কাজে দক্ষ।

এসময় বক্তারা আরও বলেন, ক্যাডারভিত্তিক প্রশাসনিক ব্যবস্থার উন্নতি সাধনের জন্য, দক্ষ কর্মকর্তা দিয়ে স্ব-স্ব মন্ত্রণালয় পরিচালনা করা জরুরি, যা দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালেব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর