Logo
Logo

সারাদেশ

পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামির দিগম্বর দৌড়

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামির দিগম্বর দৌড়

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে পুলিশের সাথে ধস্তাধস্তি করে বেলাল হোসেন নামে এক আসামি পালিয়ে গেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

বেলাল ভবানীগঞ্জের চরভুতা গ্রামের মো. মনির হোসেনের ছেলে। লক্ষ্মীপুর সদর থানায় নুরুল ইসলাম লেকুর দায়ের মামলার প্রধান আসামি তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টায় সাদা পোশাকে পুলিশ ঘটনাস্থলে এসে আসামি বেলালকে গ্রেপ্তার করে। এ সময় চারদিকে চিৎকার শুরু হয়। বহু নারী-পুরুষ এসে জড়ো হন। একপর্যায়ে আসামি বেলাল পুলিশের সাথে ধস্তাধস্তি করে বস্ত্রহীন অবস্থায় দৌড়ে পালিয়ে যান। 

গত ২৬ নভেম্বর সকালে ভবানীগঞ্জের ছোট পুলের ঘোড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বেলাল ও নুরুল ইসলাম লেকু গংদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নুরুল ইসলাম লেকু বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বেলাল।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোনাফ জানান, আসামি পালানোর ঘটনায় তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অপরাধীদের ধরতে অভিযান চালানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

মোস্তাফিজুর রহমান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর