Logo
Logo

সারাদেশ

ডোবায় মিলল নারীর মরদেহ, সন্দেহের তীর ভাইদের দিকে

Icon

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

ডোবায় মিলল নারীর মরদেহ, সন্দেহের তীর ভাইদের দিকে

মেহেরপুর সদরের আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের ডোবা থেকে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার মরদেহ চুয়াডাঙ্গা পৌর এলাকার আব্দুল হান্নানের স্ত্রী তসলিমা খাতুনের (৫০)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বুধবার) থেকে তসলিমা খাতুনকে খুঁজে না পেয়ে তার ছেলে রনি একটি সাধারণ ডায়েরি (জিড) করে। পুলিশের একটি টিম তার খোঁজ শুরু করে। পরে তার মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। 

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন জানান ওসি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মেচিত হবে। নিহতের মরদেহ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, তসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পলাতক।

আকতারুজ্জামান/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর