বাউফলে হতদরিদ্র জেলেদের মাঝে বাছুর বিতরণ, অনিয়মের অভিযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩
পটুয়াখালীর বাউফলে হতদরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মৎস্য সম্পদ কার্যালয়ের সামনে ৭৫ জন হতদরিদ্র জেলেকে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহোযোগিতায় এবং মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিচালিত হয়।
বিতরণকৃত বকনা বাছুরগুলো চন্দ্রদ্বীপ, ধুলিয়া, কেশবপুর, নাজিরপুর, কালাইয়া এবং কাছিপাড়া ইউনিয়নের ৭৫ জন হতদরিদ্র জেলের মাঝে দেওয়া হয়েছে। যারা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের বেইজলাইন সার্ভে তালিকায় অন্তর্ভুক্ত। তবে, বিতরণ তালিকা নিয়ে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, তালিকায় প্রকৃত ও দরিদ্র জেলেদের নাম না থাকায় বেশিরভাগ জেলে তুলনামূলকভাবে সচ্ছল।
এছাড়া বিতরণকৃত বাছুরগুলো ছিল হাড্ডিসার ও স্বাস্থ্যহীন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গরুগুলোর ক্রয়মূল্যও ছিল অত্যন্ত কম, যার কারণে প্রশ্ন উঠেছে এগুলোর স্বাস্থ্য সংক্রান্ত।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কাজ করলে অভিযোগ থাকতে পারে। আমরা দেখে শুনে এক্সপার্ট লোক দিয়ে চেক করিয়ে এবং ভেকসিন ও প্রত্যেকটি গরুকে ৪টি করে কৃমির ঔষধ দেওয়া হয়েছে। তারপর গরুগুলো বিতরণ করা হয়েছে। গরুগুলো অত্যন্ত সুন্দর। কেউ যদি বলে গরুগুলো রোগা তাহলে আমি সহমত না। যারা গরুগুলো পেয়েছেন, তারা শতভাগ গরিব তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রতীক কুমার কুন্ড বলেন, আমি এ বিষয় কিছুই জানি না। বিতরণ অনুষ্ঠানে কেবল একজন অতিথি হিসেবে উপস্থিত ছিলাম।
আরিফুল ইসলাম সাগর/এমবি