Logo
Logo

সারাদেশ

রোগী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১২

রোগী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা সবাই রোগী দেখতে নেত্রকোনা যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারাকান্দা-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

নিহতরা হলেন- রাশেদুল ইসলাম (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার ছেলের স্ত্রী লাবনী আক্তার (১৪)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার সাবেরিকান্দা ও বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

নিহত লাবনীর বাবা লালমিয়া জানান, চার মাস আগে বিদ্যা মিয়ার ছেলে রফিকুল ইসলামের সাথে বিয়ে দেন লাবনীকে। গাজীপুরের শ্রীপুর গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন তারা। আজ সকালে লাবনী জানান, তার অসুস্থ দাদা শ্বশুরকে দেখতে শ্বশুর, ভাশুর, ফুপিশাশুড়িসহ ৫ জন মিলে নেত্রকোনা যাচ্ছে। লাবনীর দাদা শ্বশুর অনেকদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। কথা বলার কিছুক্ষণ আবার কল আসে যে সড়ক দুর্ঘটনায় আপনাদের লোক মারা গেছে। খবর পেয়ে গাজীপুর থেকে ছুটে এসে থানায় যাই। সেখানে না পেয়ে আবার হাসপাতালে আসি, এখানেও লাশ পাইনি।

হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, নেত্রকোনা থেকে বালুবাহী একটি ড্রাম ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির সাথে গাছতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিদ্যা মিয়া ও লাবনী আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ও বকুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর ও লাভলী নামে আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, নিহত বিদ্যা মিয়া এবং লাবনীর মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আর রাশেদুল ও বকুলের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর