Logo
Logo

সারাদেশ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দোয়াভাঙ্গা এলাকায় সড়ক দখলমুক্ত করতে ৫ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এর কয়েকদিন আগে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। গত মঙ্গলবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। 

অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত। তিনি জানান, এই অভিযান মূলত যানজট নিরসন এবং যানবাহন চলাচল সহজ করতে পরিচালিত হচ্ছে।

অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, নিয়ম মেনে আবেদন করলে তারা সরকারি সুবিধা পেতে পারেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার সড়কের দুই পাশ দখল হয়ে যায়, যার ফলে সরকারের অর্থ ও সময় ব্যয় হলেও স্থায়ী ফলাফল পাওয়া যায় না।

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর মাস থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সকল জায়গা দখলমুক্ত করা হবে। 

সওজ সড়ক উপবিভাগ চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, নভেম্বর মাস থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সকল জায়গা দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আলআমিন ভূঁইয়া/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর