Logo
Logo

সারাদেশ

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান

শেরপুরে বাজারের মূল্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের নয়ানী বাজারে চাল, কাঁচাবাজার, এবং মনোহারির খুচরা ও পাইকারি বাজারে এই অভিযানটি পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা, এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়। জেলা প্রশাসক জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে বাজারে সুষ্ঠু মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার রক্ষা করা যায়।

শাহরিয়ার শাকির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর