গাইবান্ধায় শামীম হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫
গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের শামীম হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দীঘিবাজারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ১৯ ডিসেম্বর উত্তর খোলাহাটি গ্রামের বাসিন্দা শামীমকে তুচ্ছ ঘটনা নিয়ে একই গ্রামের আফজাল হোসেন, তাহসিন, রিংকুসহ কয়েকজন ছুড়িকাঘাতে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় শামীমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।
গত ২১ ডিসেম্বর গাইবান্ধা থানায় আফজালসহ সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকে পুলিশ আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। এই কারণে নিহত শামীমের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন।
পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
আতিকুর রহমান/এমবি