সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে কিশোরের মৃত্যু
বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪
সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে আহত বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার রাত ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে তাকে গুলি করা হয়।
গুলিতে নিহত কিশোর মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করেন। এ সময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে খাসিয়া একজন তার একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন।
পরে মারুফকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
এদিকে, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফের প্রতি প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি প্রেরণ করে এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।
রেজাউল হক ডালিম/এমজে