Logo
Logo

সারাদেশ

ভো‌টের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব চান জামায়াত আমির

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:০০

ভো‌টের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন‌্য কতগু‌লো বাস্তবভিত্তিক এবং মৌ‌লিক সংস্কার চাই। আমা‌দের প্রস্তাবনায় র‌য়েছে নির্বাচন হতে হবে ভো‌টের আনুপাতিক হারে। যে দল যত শতাংশ ভোট পাবে, সেই দল তত শতাংশ প্রতিনিধিত্ব করবে সংসদে। এতে করে যদি কোনো দল এক শতাংশ ভোট পায় তাহলে তারাও সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাআল্লাহ।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) বিকালে খুলনার কয়রা উপজেলায় ক‌পোতাক্ষ ডিগ্রি ক‌লেজ মা‌ঠে জামায়াতে ইসলামীর কর্মী সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

কয়রা-পাইকগাছার প্রধান সমস্যা বেঁড়িবাধ সংকট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আপনারা অন্তত: শুরু করুন। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে আর কোনো দাবি করতে হবে না, বরং জনগণের সংকটগুলো খুঁজে নিয়ে সমাধানের চেষ্টা করবে। এই দেশের যুবকেরা বৈষম্যমুক্ত যে সমাজের স্বপ্ন দেখেছিল তেমন একটি সমাজ গড়তে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দে‌শের বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচনকে ধ্বংস করেছে, দুদককেও ধ্বংস করেছে। তারা সবচেয়ে বে‌শি ক্ষ‌তি ক‌রে‌ছে দেশের শিক্ষা ব্যবস্থার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা হেলমেটওয়ালা গুন্ডা বাহিনী পাঠিয়েছিল। লেখাপড়ার কোনো পরিবেশ ছিল না। মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। মেধার কোনো মূল্য ছিল না। এ সমস্ত কার‌ণে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। আর তাদের আন্দোলনের ফলে শেখ হাসিনা পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ২০১৪ সা‌লে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের মাধ‌্যমে ক্ষমতায় যায় আওয়‌ামী লীগ। ২০১৮ সালের নির্বাচন ছিল নিশি রাতের। আর ২০২৪ সালে ছিল ড‌্যা‌মি নির্বাচন। এদে‌শের মানুষ তিন তিনবার ভোট দিতে পারেনি। সক‌লের যুক্ত ক‌রে ভোটার তা‌লিকা তৈ‌রি কর‌তে হ‌বে। প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। 

জামায়াতের আমির ব‌লেন, বাংলাদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে শেখ হাসিনা। তার বোনের মেয়ে টিউলিপ সৌভাগ্যক্রমে ইংল‌্য‌া‌ন্ডের মন্ত্রী হ‌য়ে‌ছিল। রূপপুর পারমান‌বিক কেন্দ্র থে‌কে মা-খালা ও মে‌য়ে মি‌লে ৫৭ হাজার কো‌টি টাকা চুরি ক‌রে‌ছে। ব‌্যাংকগু‌লো সব ফাঁকা। ফিন‌্যান্সিয়াল সেক্টর ধ্বংস, বীমা কোম্পানিগু‌লো মা‌টির সাথে মিশে গে‌ছে। এরা জাতির দুশমন, শক্র, চোর। এরা বাংলাদেশ থেকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে।

কর্মী সমা‌বে‌শে কয়রা উপজেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমা‌নের সভাপতিত্বে বি‌শেষ অতিথি হিসেবে বক্তৃতা ক‌রেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন। 

জামায়া‌তের খুলনা জেলার সহকারী সেক্রেটারি এড. মোস্তা‌ফিজুর রহমা‌নের সঞ্চালনায় অন‌্যা‌ন্যের মধ্যে বক্তৃতা ক‌রেন জামায়া‌তের হিন্দু শাখার নেতা বাবু কৃষ্ণ নন্দী, জামায়াত নেতা মাওলানা গোলাম স‌রোয়ার, অধ্যক্ষ ক‌বিরুল ইসলাম, মু‌ন্সি মিজানুর রহমান, মু‌ন্সি মইনুল ইসলাম, অধ‌্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদী প্রমুখ।

তরিকুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর