Logo
Logo

সারাদেশ

দলীয় অফিসে না যাওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:০২

দলীয় অফিসে না যাওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

মেহেরপুর জেলা বিএনপির নতুন কমিটির অফিসে না যাওয়ায় পৌর কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলামের ওপর হামলা ও তার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ১৪ জনের নামে থানায় মামলা করেছেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের পাড়াতেই বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অফিস। মঙ্গলবার সন্ধ্যায় আমি সাবেক এমপি মাসুদ অরুণের অফিসে যাচ্ছিলাম। এ সময় নতুন কমিটির লোকজন তাদের অফিসে যাওয়ার জন্য জোরাজুরি করে। দ্বিমত পোষণ করে সাবেক এমপি মাসুদ অরুণের অফিসে আসি। এর পরপরই তারা আমার বাড়িতে গিয়ে বৃদ্ধ বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে তারা পুনরায় ধারালো অস্ত্র নিয়ে ফের আমাদের বাড়িতে গিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে।’

এ ঘটনায় নতুন কমিটির সদস্যসচিব কামরুল ইসলামের ছোট ভাই মো. রিপনসহ ১৪ জনের নাম উল্লেখ করে এজাহার করা হয়েছে।

নতুন কমিটির সদস্যসচিব কামরুল ইসলাম বলেন, মনিরুল একজন চাঁদাবাজ। ১৩ ডিসেম্বর নতুন কমিটি হওয়ার পর থেকে সে বাড়ির সামনে মাইক বাজিয়ে আমাদের উত্ত্যক্ত করে আসছে। যারা এখানে আসে তাদেরও হুমকি-ধমকি দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বাড়ি ভাঙচুর বা তার ওপর হামলা করা হয়নি।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর