১৯ রোগীকে সাড়ে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ

বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
---2024-12-26T201638-676d65a9d373f.jpg)
পাবনার বেড়া উপজেলায় ১৯ জন অসহায় রোগীকে সাড়ে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বেড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোরশেদুল ইসলাম। ক্যান্সার আক্রান্ত ১৭ জন ও কিডনি রোগে আক্রান্ত দুইজন রোগী প্রত্যেকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান পান। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই এককালীন সহায়তা প্রদান করা হয়।
এ সময় ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, একজন দরিদ্র ও অসহায় রোগীর জন্য ৫০ হাজার টাকা অনেক বড় সহায়তা। এই অর্থ তাদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, পিআইও মো. তহিদ উজ জামান ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. কদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া উপজেলা সমাজসেবা অফিসার মো. মোত্তালেব সরকার।
বাবুল হোসেন/এমবি