Logo
Logo

সারাদেশ

মাদারীপুরে সংঘর্ষে ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭

মাদারীপুরে সংঘর্ষে ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউর রহমান আক্তার শিকদার (৪৫), তার ছেলে মারুফ শিকদার (২০) ও নাতি সিরাজুল চৌকিদার (২৫)-কে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভাদুড়ী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন আহত হন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশের শরীয়তপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির বাঁশগাড়ি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আক্তার শিকদারের বিরোধ চলছিল। সকালে ইউপি সদস্য আক্তার শিকদার এলাকায় প্রবেশ কার চেষ্টা করলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আক্তার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় আহত হন আক্তার শিকদারের ছেলে মারুফ, নাতি সিরাজুল চৌকিদারসহ অন্তত ১০ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য সিরাজুলকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডিআর/আবির হাসান পারভেজ/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর