Logo
Logo

সারাদেশ

জামালপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০

জামালপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ওয়ান শুটারগান পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সাইফুল্লাহ জানান, ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংবদ্ধ ডাকাত দল দীর্ঘ দিন থেকে গুম খুন, ডাকাতিসহ নানা অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও জেলার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক বিভিন্ন মামলা রয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর থানা পুলিশের একটি দল নৌকা যোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা চটকে পড়ে। অভিযানের একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজন ডাকাতকে আটক করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরো একজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সেতাব আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এই ঘটনায় ইসলামপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর